আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন ও মূর্তি উন্মোচন

Published on: January 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

করণা নিয়ম বিধি মেনে শহর বর্ধমান এ সমাজসেবী রাসবিহারী হালদারের উপস্থিতিতে আজ বুধবার স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে কলেজ মোড় উন্নয়ন সমিতির উদ্যোগে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো । বড় করে অনুষ্ঠান না করে ছোট করে করা হয় সরকারি নিয়ম বিধি মেনে ।

বড় করে অনুষ্ঠান করার কথা ছিল ধুমধাম সহকারে কিন্তু যেহেতু প্রশাসনিক নির্দেশ মত অনুষ্ঠান কর্মসূচি না করে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয় ও সংষ্কৃতি অনুষ্ঠান ও কম্বল বিতরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় । উপস্থিত ছিলেন ওই সমিতির সভাপতি রাসবিহারী হালদার , স্বামীজি অজ্ঞেয়া নন্দ মহারাজ সহ ওই সমিতির সদস্য বৃন্দরা ।

Join Telegram

Join Now