বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

হরিণের সিংসহ গ্রেপ্তার এক

Published on: September 15, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

আবার বড়সড় সাফল্য  বৈকন্ঠপুর  ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জের,  হরিণের সিংসহ গ্রেপ্তার এক,  আমবাড়ী ফালাকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার  আলমগীর হক সুত্রে জানা গেছে গতকাল গপন খবরের ভিত্তিতে ক্রেতা  সেজে  রাজগঞ্জের সেলটার বাড়ি এলাকায় অত পেতে বসেছিল আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক সহ তার দল, সেখানে বিন্নাগুরি অঞ্চলের এক বাসিন্দা একটি  হরিণের সিং নিয়ে আসে দুজন বাইক নিয়ে,

বন কর্মীদের দেখে একজন পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে হরিণের সিং সমেত ধরে ফেলে, সাথে  বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক, এই বিশয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হক জানায় এদের সাথে আরো কিছু পাচার কারী যুক্ত রয়েছে, এক জন পাচারকারী কে গ্রেফতার করার পর জানা গেছে

এই হরিনের সিং টি  বৈকন্ঠ পুর জঙ্গল থেকে সংগ্রহ করা হয়েছে,  বন্য প্রাণীর দেহাংশ কোন মূল্য হয় না, কিন্তু ক্রেতা সেজে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রির  উদ্দেশ্য  এসেছিল, আজ পাচারকারী কে   কোর্টে তোলা হয়েছে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর

Join Telegram

Join Now