আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চাকরি কেলেঙ্কারির মধ্যেও,শনিবার দিনহাটা কলেজে পার্টির ছেলেকে নিয়োগ উদয়ন গুহর

Published on: March 28, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিয়োগ দুর্নীতি নিয়ে নানান অভিযোগে কার্যত কোণঠাসা শাসকদল।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মন্তব্য নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি।নিজের বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলেছিলেন উদয়ন।নিজের ভাগ্নি উজ্জয়িনী রায় মামার বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, ‘কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন উদয়ন গুহ।’
উজ্জয়িনী রায় অভিযোগ করেন চাকরি কেলেঙ্কারি নিয়ে হয়ে এত কিছুর মধ্যেও,শনিবার দিনহাটা কলেজে অ্যাকাউন্ট ইনচার্জ পদে পার্টির ছেলেকে নিয়োগ করা হয়েছে। এমনকী পরে বৈঠক হয়েছে, আরও তিনজনকে ঢোকানোর জন্য।

উদয়নের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর ছেলে সায়ন্তন গুহও।সায়ন্তন গুহ জানিয়েছেন,দাদুকে কাঠগড়ায় তোলাকে সমর্থন করেন না বরং দাদুর জন্য তিনি গর্বিত।উজ্জয়িনী রায়ের দৃঢ় বিশ্বাস, বাম আমলে দাদু অনেককে সাহায্য করেছেন ঠিক,তবে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এমন কখনও হয়নি। পাশাপাশি তিনি জানান, ‘প্রমাণ দেখান।মুখের কথায় কিছু হয় না।’

শাসকদলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী গ্রেফতারের পর থেকেই রাজ্যে কোণঠাসা হয়েছে শাসক দল।এখন তৃণমূল বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে ।তবে বামেরা জোড় গলায় বলছেন, তদন্ত হোক। শুধু বিরোধীরাই নন, এবার উদয়নের পরিবারের সদস্যরাও তাঁর বিরোধিতা শুরু করলেন।

Join Telegram

Join Now