বেআইনিভাবে রেশনের সামগ্রী পাচারের অভিযোগে
আজ ভাতারের কুবাজপুরে সরকারি রেশন কেনার অভিযোগে গ্রেফতার 1, আটক প্রচুর পরিমাণ রেশন সামগ্রী।
বেআইনিভাবে রেশনের সামগ্রী পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ওই ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে রেশন সামগ্রী কুবাজপুর বাসষ্ট্যান্ড এলাকায় সর্কারি রেসুলট কিনার অভিযোগে গ্রেপ্তার হলেন 1 ব্যক্তি তার নাম সালাম সেখ, বাড়ি ভাতারের বিজয়পুর গ্রামে।
সেখান থেকেই শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গোডাউন ভর্তি রেশনসামগ্রী পুলিশের নজরে পড়ে। গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে চাল গম আটা ক্রয় করতে এই সালাম শেখ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে চাল 86 বস্তা, গম 56 বস্তা, আটা 115 বস্তা, ও 1 কেজি আটার প্যাকেট উদ্ধার হয়েছে 1519 টি,এবং খালি আটার প্যাকেট উদ্ধার হয়েছে 3425 টি।
পুলিশ তার গোডাউন সিল করে দিয়েছে।ধৃত সালাম কে আজ বিচার বিভাগের জন্য পাঠানো হয়েছে বর্ধমান আদালতে।