আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানে টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক মহিলা

Published on: January 18, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিজাম উদ্দিন মন্ডল কুসুম গ্রাম থেকে এসেছিলেন বর্ধমানের এক ব্যবসায়ী এবং তার ব্যাগে 25000 টাকা ছিল । এক মহিলা 25000 টাকা বের করে নেয় সন্দেহ হয় সেই ব্যবসায়ীর । তারপরে সেই 25000 টাকা টি বাদামতলা একটি ড্রেনের সাইডে ফেলে দেয় তারপরে হাতেনাতে ধরা পড়ে ঐ মহিলাটি ।

বর্ধমান বিরহাটা ট্রাফিক ওসি তাকে বর্ধমান থানায় নিয়ে যায় এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় তার সঙ্গে কারা যুক্ত সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ । যদিও মহিলা নাম ঠিকানা জিজ্ঞেস করলে ক্যামেরার সামনে সঠিক উত্তর দিতে পারেন না ।

Join Telegram

Join Now