আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সিকিম ভ্রমণে গিয়ে মৃত্যু মালদার এক পর্যটকের

Published on: October 20, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা :- সিকিম ভ্রমণে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকায় মৃত ব্যক্তির দেহ আনতে সমস্যায় রয়েছেন পরিবার। মৃত ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক। নাম দেবরাজ রায়, বয়স উনপঞ্চাশ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ওই শিক্ষক বন্ধু ও তার পরিবার নিয়ে গত ১৭ অক্টোবর সিকিমে ঘুরতে যান।

সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিকিম মণিপাল হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তার। তবে সিকিমে আবহাওয়া বিরূপ থাকায় ও ধ্বসের কারণে তার দেহ আনতে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে তার আত্মীয় জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেহ আনতে সমস্যায় পড়েছেন তারা।

Join Telegram

Join Now