স্নান করতে নেমে ডিভিসির সেচ খালের জলে তলিয়ে গেলো এক কিশোরী
বিশেষ ডুবুরি দিয়ে উদ্ধারে কাজ চালিয়ে যাওয়া হয়
স্নান করতে নেমে ডিভিসির সেচ খালের জলে তলিয়ে গেলো এক কিশোরী।ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৪ কে নাগাদ কাঁকসার ক্যানেলপাড় এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও এ সি পি সুমন কুমার যশবল ঘটনাস্থলে পৌঁছয়, এবং বাড়ির লোকজনের সাথে কথা বলেন বিশেষ ডুবুরি দিয়ে উদ্ধারে কাজ চালিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই কিশোরীর নাম বাতাসী মাহাতো।১১ বছর বয়সী ওই কিশোরী স্নান করতে নামে ডিভিসির সেচ খালের জলে।হঠাৎই সে জলে তলিয়ে যায়।স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে দেখতে না পেয়ে কাঁকসা
থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ডিভিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্থানীয় জেলেদের সাহায্য নিয়ে ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে।এই নির্মম ঘটনা কি ঘিরে এলাকা জুড়ে এক বিশাল চোখের ছায়া বাড়ির লোক তথা এলাকাবাসীর মধ্যে নেমে আসে।।