শান্তিনিকেতন ইন্সটিটিউট অফ পলিটেকনিকে অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা
তোমার হল শুরু, আমার হল সারা…” – এটাই চলার পথের সুরু
তোমার হল শুরু, আমার হল সারা…” – এটাই চলার পথের সুরু।পাতা ঝরে গিয়ে নতুন পাতার জন্ম দেয়। জীবন এগিয়ে চলে। সেভাবেই একটা সময়ের পর ছাত্রছাত্রীরা শিক্ষা অঙ্গনকে বিদায় জানায়। নতুন শিক্ষার্থীর কলতানে মুখর হয়ে উঠবে কলেজ ক্যাম্পাস। আজ,শনিবার, বিকালে শান্তিনিকেতন ইন্সটিটিউট অফ পলিটেকনিকে এক বিদায় সংবর্ধনা (Farewell Ceremony) সভার আয়োজন করা হয়েছে।
আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।আজ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের কর্ণধার মলয় পিট,
এছাড়াও ছিলেন বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা রা পাশাপাশি ছিলেন ছাত্র-ছাত্রীরা। আজ এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে উদযাপন করে দিন টিকে।