আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

৩১ অক্টোবর পর্যন্ত বাড়লো আন্তর্জাতিক বিমানের ওপর নিষেধাজ্ঞা

Published on: September 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

করোনা কাল এখনও কাটেনি। অক্টোবরেই থার্ড ওয়েভ চরমে ওঠার কথা। তাই আর ঝুঁকি না নিয়েই আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহাল রাখল কেন্দ্র। ৩১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। তবে বেশ কিছু দেশের সঙ্গে উড়ান চলবে বলে জানানো হয়েছে।

সেই তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, দুবাই, কানাডা, ফ্রান্স।আরও একাধিক দেশের সঙ্গে ভারত এয়ারবাবল তৈরি করার পরিকল্পনায় রয়েছে। এতে জরুরি কাজে ভারতীয়রা সেসব দেশে সফর করতে পারবেন।

আসছে করোনার থার্ড ওয়েভ। আগে থেকেই সতর্ক কেন্দ্র। উত্‍সবের আবহে যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেকারণে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারগুলিকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য সরকারগুলিকে সতর্ক করা হয়েছে।

মাস্ক ছাড়া যেন কেউ উত্‍সবের মরশুমে কেউ বাইরে না বেরোন সেটা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে করোনা টিকাকরণের উপরেও জোর করা হয়েছে। দুটি ডোজের করোনা টিকা না হলে উত্‍সবের ভিড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা কথা বলা হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই দীর্ঘ সময় বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। তাতে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল বিমান সংস্থাগুলিকে। সেকারণে করোনা পরিস্থিতির মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে বিমান পরিষেবা।

ইতিমধ্যেই একাধিক দেশে উড়ানে ছাড় দেওয়া হয়েছে। তার উপরে আবার পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের কারণে ভারতে বিদেশী পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে। তাতে প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। পর্যটন পরিষেবাকে চাঙ্গা করতে একাধিক উড়ানে ছাড় দেওয়া হয়েছে।

একাধিক দেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক উড়ানে ছাড় দিয়েছে। শ্রীলঙ্কা বিশ্বের সব দেশের উড়ানেই বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। অর্থাত্‍ সব দেশের সঙ্গে উড়ান চালাতে শুরু করেছে শ্রীলঙ্কা। তবে বিমানে তাঁরাও সওয়ার হতে পারবেন যাতে ২টি ডোজের করোনা টিকা হয়ে গিয়েছে। ভারতীয়দের ক্ষেত্রে দুটি ডোজের করোনা টিকা হওয়ার ২ সপ্তাহ পর বিমানে চড়াপ অনুমতি দেওয়া হচ্ছে।

সৌদি আরও একাধিক দেশের সঙ্গে উড়ান পরিষেবা চালু করেছে। ১২ সেপ্টেম্বর থেকে উড়ান পরিষেবা শুরু করেছে সৌদি আরব। এমনই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান সহ একাধিক দেশের উড়ানেও অনুমতি দেওয়া হয়েছে। একই ভাবে মরিশাস, রাশিয়া, মিশরও আন্তর্জাতির উড়ান পরিষেবা চালু করেছে।

Join Telegram

Join Now