বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন
বিধায়ক মানে শুধু ঘড়ে বসেথাকা না। বিধায়ক মানে অকারনে গাড়ি নিয়ে ঘুড়ে বেড়ানো না। বিধায়ক মানে মানুষের জন্য কাজ করা। মানুষের সেবা করা।মানুষের পাশে থাকা।তারই শাক্ষি রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষের হয়ে কাজ করতে এবার ষষ্ঠ বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এর আগে তেলীপুকুর, কার্জন গেট সহ বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে ।
ফিতে কেট ষষ্ঠ বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ সভাধিপতি দেবু টুডু,বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্যরা।