বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে পিকনিককে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি

Published on: January 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান:- গতকাল ইংরেজি 2022 নতুন বছরে পিকনিককে কেন্দ্র করে আজ বোমাবাজি ও চার রাউন্ড গুলি চলায় গুলিবিদ্ধ হন বেলকাশ অঞ্চলের বুথ সহ সভাপতি শেখ পান্নালাল (ওরফে ফটিক)।

উল্লেখ্য নতুন বছরের খুশির আমেজে দামোদর নদীতে পিকনিক চলছিল কার্যত পূর্ব বর্ধমান জেলাজুড়ে কয়েক হাজার মানুষ নিজ নিজ জায়গা মোতাবেক পিকনিক করছিলেন ।বর্ধমান থানা অন্তর্গত বেলকাশ অঞ্চলের ইদিলপুর ও ফকিরপুর এলাকার মানুষরাও দামোদর নদীর চড়ে পিকনিক চলাকালীন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও তারপর মারামারি শুরু হয়।

ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণ আনে এবং উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়।
শেখ নজরুল জানান,আজ সকালে শেখ পান্নালাল বাইকে করে নিজ জমির দিকে যাচ্ছিলেন,সেই সময় কিছু যুবক চড়াও হয় তার উপরে। তখন বিষয়টি জানতে গেলে আরো বেশকিছু যুবক তেড়ে এসে বোমাবাজি করে এবং চার রাউন্ড গুলি চালায়, সেই গুলি শেখ পান্নালালের ডান পায়ে ছেদ করে বাম পায়ে ঢুকে পড়ে।


এমত অবস্থায় তড়িঘড়ি শেখ পান্নালালকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কার্যত শেখ নজরুল ও পান্নালালের স্ত্রী আয়েশা শেখ ওই ওই যুবকদের শাস্তির দাবি জানান। এই মুহূর্তে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Join Telegram

Join Now