আলুর দাম কম রাখতে উদ্যোগী রাজ্য সরকার
দুর্যোগের আগেই রাজ্য সরকার হিমঘরে আলু রাখা সময়সীমা বাড়িয়েছে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত করেছিল। ৩০ শে নভেম্বরের নির্দিষ্ট সময় পর হিমঘরে প্রচুর আলু থেকে যাওয়ার কারণে ওই সীমা বাড়ানো হয়। তবে সাম্প্রতিক অতিবৃষ্টির জেরে আলুর দাম যাতে না পারে সেদিকে নজর রাখছে রাজ্য প্রশাসন।
কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান সহ-প্রধান আলু উত্পাদন জেলা প্রশাসকদের সঙ্গে ব্যাপারে কথা বলেছেন। বৃষ্টির জেরে নতুন আলুর প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু হিমঘরে প্রচুর পরিমাণে আলু এখন মজুদ থাকায় বাজারে দাম বারা উচিত নয় বলে মনে করছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মজুত আলু আটকে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে কিনা তার ওপর নজর রাখছে রাজ্য সরকার।
তবে ব্যবসায়ী মহলের বক্তব্য হিমঘরে পর্যাপ্ত আলো মজুদ থাকার কারণে আলুর দাম খুব একটা বেশি বাড়ানোর সুযোগ নেই। আবার অন্যদিকে উত্তর ভারত থেকে আলু আসতে শুরু করেছে। কিছুদিন আগে ১৬ টাকা কেজি করে আলু বিক্রি হচ্ছিল কিন্তু দুর্যোগের পর খুচরা বাজারে জ্যোতি আলু ২২ টাকা কেজি দরে বিক্রি হয়। আবার অন্যদিকে তার স্পর্শ সদস্যরা মনে করছেন আলুর দাম নিয়ে খুব উদ্বেগের কিছু নেই। কিন্তু শীতের সবজি নিয়ে চিন্তা রয়েছে।