প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরীর জন্ম দিবস ঘটা করে পালন করতে চাইছে কংগ্রেস
মালদা :- মালদহের রূপকার তথা প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরীর জন্ম দিবস
আগামী পয়লা নভেম্বর ঘটা করে পালন করতে চাইছে কংগ্রেস। এ জন্য মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রস্তুতি সভা হল মালদার কোতুয়ালিতে এত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর বাসভবনে।
মালদা জেলা কংগ্রেসের জেলা ও ব্লক কমিটির নেতৃত্ব সহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা সেই প্রস্তুতি সভায় ছিলেন। তার জন্ম দিবসে মালদা শহরে বিভিন্ন এলাকায় বাইক র্যালি, গনি খানের মাজারে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর মাধ্যমে জন্মদিবস পালন হবে। এ ছাড়া কোতোয়ালি বাসভবনে রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হবে সারাদিনব্যাপী। এমনই জানান জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)।