বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কান্দি ব্লক এ ব্যবসায়ীদের জন্য শুরু হলো COVID ভ্যাক্সিন টীকাকরন কর্মসূচি

Published on: June 24, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

কান্দি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং বি এম ও এইচের যৌথ্য উদ্যোগে ব্যবসায়ীদের জন্য শুরু হলো COVID ভ্যাক্সিন টীকাকরন কর্মসূচি।বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে জীবন্তি বাজারে এই প্রথম ব্যবসায়ীদের জন্য দুয়ারে COVID ভ্যাক্সিন এই টীকাকরন কর্মসূচি শুরু হয়।এই টীকাকরণ যে কোনো বয়সের ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে, তবে আজকে কেবলমাত্র মাত্র পঞ্চাশজন ব্যবসায়িক কে এই ভ্যাক্সিন দেওয়া হয়েছে এবং যাদের দেওয়া হয়নি তাদের পরবর্তী কর্মসূচিতে দেওয়া হবে বলে জানিয়েছেন।এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিডিও নীলাঞ্জন মন্ডল, গোকর্ণ বি এম ও এইচ ডক্টর ইমরান প্রমুখ্য।

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালের সাস্থ্য কর্মীদের পরিজনদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাকরণের কাজ।মূলত প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করছে সাস্থ্য কর্মীরা আর সাস্থ্য কর্মীদের পরিজনদের নিরাপদে রাখতে এই উদ্যোগ বলে জানা গেছে।

Join Telegram

Join Now