১৭ এপ্রিল ভোট মিটে যাওয়ার পরেই সংক্রমিত হন কামারহাটির তৃণমূল প্রার্থী।নিজের স্বাস্থ্য প্রসঙ্গে মদন বলেন, ”আগের চেয়ে একটু ভাল আছি। আমাকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। অক্সিজেন চলছে, আমি আপাতত চিকিত্সাধীন।” তাঁর দ্রুত আরোগ্য কামনায় শনিবার কামারহাটির ২২ নম্বর ওয়ার্ডের পঞ্চানন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেছেন মদন-অনুগামীরা। বাইপাসের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তৃণমূল নেতার মুখে শোনা গেল সারা বাংলা অসুস্থ, সারা দেশ অসুস্থ। তাই যজ্ঞ নয়, শত্রু, মিত্র সকলের সুস্থতার কামনায় প্রার্থনা হোক। যুদ্ধ হোক করোনার সংক্রমণকে হারাতে।” সবাই মিলেমিশে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করাটাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”
করোনা আক্রান্ত মদন মিত্রর মুখে শোনা গেল, যুদ্ধের বার্তা
By anandabarta
Published on: April 24, 2021

---Advertisement---