হলদিয়ায় উদ্বোধন হলো শ্রমিক মেলার
সুদীপ্ত আগুয়ান:হলদিয়া
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উদ্বোধন হলো শ্রমিক মেলার। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ, হলদিয়া মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মহান্তি, অ্যাডিশনাল লেবার কমিশনার অজয় ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, আইএনটিটিইউসির কার্যকারী সভাপতি শিবনাথ সরকার সহ অন্যান্যরা।
মেলা চলবে আগামী তিনদিন পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলার মধ্যে থাকছে প্রায় পনেরো থেকে কুড়িটি স্টল। যে গুলির মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন সমস্যা থেকে তার সমাধান পাবেন। শ্রমিকরা পেনশন প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।