বেহালায় আলিপুর আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির রহস্যজনক মৃত্যু

রিয়া ঘোষ:বেহালা
বেহালার ড: অক্ষয় পাল রোডের বাসিন্দা আলিপুর আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রণেন্দ্র নাথ মল্লিক চৌধুরীর (৮০) তার বাড়িতে রং এর কাজ করারচ্ছিলেন, স্থানীয় সূত্রে জানা যায় তিনি দুপুরে ব্যাংক থেকে বাড়িতে ফিরে রং এর মিস্ত্রীকে দোতলায় টাকা দেবার জন্য ডাকেন, কিছুক্ষন পরে ওই মিস্ত্রি তাকে অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দোতলার ঘরে গিয়ে দেখতে পান রণেন্দ্র বাবু খাবার টেবিলের ধারে পরে আছেন।
সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী ও ছেলেরা কাজের জন্য অন্যত্র গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ওই মিস্ত্রি স্থানীয় লোকেদের বিষয়টি জানায়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে পর্ণশ্রী থানায় খবর দেয়, পুলিশ এসে দ্রুত রণেন্দ্র বাবুকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে রণেন্দ্র বাবুকে মৃত বলে ঘোষণা করে। পর্ণশ্রী থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।