তামিলনাড়ু বাসিন্দাদের পঙ্গল উৎসবে রাজ্যের রাজ্যপাল
সোভান রায় -কলকাতা
পঙ্গল উৎসবে তামিলনাড়ুর কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর । রবিবার হাজড়ায় কলকাতায় বসবাসকারি তামিলনাড়ু বাসিন্দারা পঙ্গল উৎসবের আয়োজন করে ।
সেই অনুষ্ঠানে হাজিড় হন রাজ্যের রাজ্যপাল। তিনি বলেন পঙ্গল উৎসব দক্ষিণের রাজ্য গুলিতে একটি জনপ্রীয় কৃষকদের অনুষ্ঠান।
এছাড়াও শ্রীলঙ্কাতে এই উৎসবের আয়োজন হয় ।