নৈহাটির পর এবার দমদমে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

                                                 শোভন রায় :কলকাতা 
দুদিন আগেই নৈহাটির বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটেছিলএবার ফের উত্তর 24 পরগনার দমদমের বীরপাড়ায় ফের বাজির কারখানায় আগুনআগুন লাগায় আতঙ্কিত পুরো এলাকাতবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি

 বৃহস্পতিবার বিকালে বীরপাড়ায় একটি পাঁচতলা ফ্ল্যাটের (জি+৪) একতলা ও দোতলার মাঝের অংশে (মেজানাইন ফ্লোর) আগুন লাগেসেখানে বাজি মজুত করা ছিলমেজানাইন ফ্লোর থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একতলায় থাকা বাজির গুদামেঘটনায় গুদামের ভিতর থেকে বিকট শব্দ আসতে থাকেশব্দের জেরে কাঁপতে থাকে ওই ফ্ল্যাট ও তাঁর নিকটবর্তী বাড়িগুলিও। 


 দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে যায় দমকলবাহিনীদমকলের ছ’টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেদমকল থেকে জানানো হয়েছে, আগুন কী ভাবে লাগল সে ব্যাপারে এখনও তারা নিশ্চিত নয়তবে ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু নিজের ক্ষতি দেখছেন ব্যাপারটা কি ভাবে ঘটলো

পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে বাজি রাখার ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনও অনুমতিই নেননি গুদামের মালিকদমদম থানার পুলিশ এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করতে চলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *