পরীক্ষা শুরুর ঘন্টা খানেকের মধ্যে বাংলার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া জুড়ে
শুভজিৎ ঘোষঃগোঘাট –
গত বছরের মতো এ বছরও একই চিত্র ধরা পড়লো এই বাংলায়। কারণ এ বছর ও মাধ্যমিক পরক্ষার প্রথম দিনেই প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষা শুরুর ঘন্টা খানেকের মধ্যে বাংলার প্রশ্নপত্র ঘোরাঘুরি করতে দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে।
এত কড়াকড়ি এত নিরাপত্তা সব যেন জলে চলে গেল। মাধ্যমিক পরীক্ষার জন্য আজ পশ্চিমবঙ্গের ৪২ টি ব্লকে ১২টা – ৩টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে বলে জানান হয়েছিল । কিন্তু গত বছরের মতো প্রশ্নপত্র ফাঁসের শেষ রক্ষা করা গেল না। তাহলে ভূত কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে? সেটাই এখন দেখার বিষয়।