ঘুটিয়া শরিফের বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শিশু
রিয়া ঘোষ :কলকাতা –
বোম নিয়ে খেলা করতে গিয়ে, বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ। ঘটনা সূত্রে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ এলাকার বাসিন্দা ছাত্তার মোল্লা বেশ কিছু বোম বানিয়ে রোদে শুকাতে দেয়।
বোম নিয়ে খেলা করতে গিয়ে, বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ। ঘটনা সূত্রে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ এলাকার বাসিন্দা ছাত্তার মোল্লা বেশ কিছু বোম বানিয়ে রোদে শুকাতে দেয়।
আর সেই বোমা অজান্তে ছোট ছোট শিশুরা নিয়ে খেলার ছলে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে যায়। আর সেই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন শিশু। এরপর তাদের আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নিয়ে যায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুই শিশুকে তড়িঘড়ি কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। মাতারবাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি বোমা উদ্ধার করে পুলিশ। কি কারনে বেআইনিভাবে বোমা মজুদ করে রেখেছিল তা তদন্ত শুরু করেছে জিবনতলা থানা পুলিশ।