বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কাল থেকে রাজ্যে সিনেমা সিরিয়ালের শ্যুটিং বন্ধ

Published on: March 17, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                        রিয়া ঘোষ :-কলকাতা 

আগামী কাল থেকে ৩০ তারিখ পর্যন্ত সিনেমা, টেলিভিশন, ওয়েবসাইট সহ সমস্ত রকম শ্যুটিং বন্ধ থাকবে। টলিউডের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষনা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে টলিউডের বিভিন্ন সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন টিভি চ্যানেলের কর্তারাও।


 মঙ্গলবার নন্দনে দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে মন্ত্রীর সঙ্গে টলিউডের কলাকুশলীদের বৈঠক চলে। বৈঠক শেষে অরূপ বিশ্বাস বলেন, পরবর্তী রিভিউ বৈঠকের পর শ্যুটিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 এদিনের বৈঠকের পর ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, সর্বসম্মতভাবে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের জীবনের মূল্য সবার আগে। সে দিক বিচার-বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত।

 পরিচালক রাজ চক্রবর্তীর গলাতেও ছিল একই সুর। তিনি বলেন আগামীকাল থেকে কোন শ্যুটিং  হচ্ছে না। অভিনেতা অরিন্দম গাঙ্গুলী বলেন, যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য কিছু ভাবনার এখন সময় নয়। আমরা চাই না কেউ আক্রান্ত হোক।
 এ দিনের বৈঠকে অভিনেতা অরিন্দম গাঙ্গুলী, জুন মালিয়া সহ টলিউডের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Join Telegram

Join Now