ভয়াবহ অগ্নিকান্ডের কবলে কলকাতার একটি বহুতল
রিয়া ঘোষ :কলকাতা
ভয়াবহ অগ্নিকান্ডের কবলে কলকাতার একটি বহুতল। ভবানীপুরের এক বহুতল আবাসনে সোমবার সকালে আগুন লেগে যায়৷ এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়৷ ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে৷
জানা গিয়েছে, যে বহুতলে আগুন লেগেছে তার নাম সাউথ সিটি গ্যালাক্সি। ওই বহুতলের ১৭ তলায় আগুন লাগে বলে খবর। দমকলকর্মীরা হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে উঠে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। বেশ কয়েকজন লোক ওই বহুতল থেকে বেরিয়ে এসেছেন। তবে কেউ আগুনে আটকে পড়েছেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না দমকলকর্মীরা।