বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৪৩ টা গাছের টেন্ডার ও হসপিটালের উন্নত পরিকাঠামোর দাবিতে বিক্ষোভ

Published on: July 3, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

বিশ্বজিৎ মন্ডল : হুগলি :- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৩ টা গাছের টেন্ডার এবং বহুদিনের পুরনো গোপালপুর  হসপিটালের উন্নত পরিকাঠামোর দাবিতে বলাগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাল  গোপাল পুর এলাকার বাসিন্দারাডুমুরদহ নিত্যানন্দপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০৮এবং ২০৯ নম্বর বুথের গ্রামবাসীদের পাশাপাশি সদস্যা সান্তনা বিশ্বাস শাসকদলের বিরুদ্ধে অভিযোগ এবং ক্ষোভ উগড়ে দিলেনএম এল এ, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  বিরুদ্ধে অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত গাছের টেন্ডার কে নিয়ে। 

পাশাপাশি অপরদিকে বিডিও সমীত সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার মিথ্যা অভিযোগ বলে দাবি করেন পাশাপাশি পঞ্চায়েত সদস্যা সান্তনা বিশ্বাসের স্বামীর নামে অভিযোগ করেনএম এল এর সঙ্গে যোগাযোগ করা হলে তার প্রতিক্রিয়া মেলেনি    হুগলি জেলার বলাগড় ব্লকের  ডুমুরদহ নিত্যানন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ২০৮ এবং ২০৯ নম্বর বুথের উপর অবস্থিত গোপালপুর স্বাস্থ্য কেন্দ্রযেটি এক সময় বেডের পাশাপাশি ডাক্তার-নার্সরাও ছিলেন সেটি এখন রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হয়েছেএই গোপালপুর স্বাস্থ্য কেন্দ্রের উন্নত পরিকাঠামো দাবিতে বিক্ষোভ দেখান। 

আজ ওই ৪৩ টি গাছ ১০ টি কাটা ডালের সরকারিভাবে টেন্ডার  হয়যার দাম ওঠে ১ লক্ষ ৮১ হাজারবলাগড়ে বিডিও সমীত সরকার জানান এই টাকা দিয়ে গোপালপুর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উপর খরচ হবেযেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য পরিকাঠামোর উপরে জোর দিয়েছেনসেখানে গোপালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থা বেহালকেউ কেউ আশার আলো দেখালেও এখন দেখার পালা এই গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আগামী দিনে উন্নত থেকে উন্নততর  হয় কিনা সেই দিকে তাকিয়ে থাকবে ওই এলাকার গ্রামবাসীরা

Join Telegram

Join Now