বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সদ্যজাত সন্তান কে বাঁচাতে হাসপাতালে ছেড়ে করোনা পসিটিভ মা পালিয়ে গেলো

Published on: July 15, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

দেবু সিংহ :মালদা-‌মা করোনা পজিটিভএদিকে সদ্যজাত শিশুর মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় ৪ দিনের সদ্যজাতকে হাসপাতালে ছেড়ে পালালেন মাএই ঘটনায় চাঞ্চল্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেসদ্যজাত শিশুর এখনও করোনা নেগেটিভ রয়েছেতাকে মাতৃমা বিভাগের এসএনসিইউ-‌এ রাখা হয়েছেএসএনসিইউ থেকে পরে বার করে সদ্যজাত শিশুরও করোনা পরীক্ষা করা হবে বলে মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে

জানা গেছে, মায়ের বাড়ি ভূতনি থানা এলাকায়প্রসব যন্ত্রণা নিয়ে গত সপ্তাহে তিনি মালাদ মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি হন৪ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেনপ্রসূতি থাকা অবস্থায় মায়ের করোনা পরীক্ষা করা হয়সন্তান জন্ম দেওয়ার পর তিনি যে করোনা পজিটিভ তা জানতে পারেনএই অবস্থায় সদ্যজাত শিশুকে এসএনসিইউ-‌র নিকু বিভাগের ৬ নম্বর শয্যায় রেখে তার চিকিৎসা চলতে থাকেএই অবস্থায় সদ্যজাতের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে যান বলে খবরতারপর খোঁজাখুঁজি করেও মায়ের কোনও খবর পাওয়া যায় নাএদিকে মায়ের নিখোঁজ হওয়ার খবরে চাঞ্চল্য ছড়াতে থাকেপরে মা বাড়িতে পৌঁছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ফোন করে তাঁর বাড়িতে পালিয়ে যাওয়ার ঘটনাটি
বলেন।    
                        

এ ব্যাপারে মালদা মেডিক্যালের এমএসভিপি অমিত দাঁ বলেন,‘‌মা বাড়ি পৌঁছে আমাদের ফোন করে জানানমা করোনায় আক্রান্তসদ্যজাতকে এসএনসিইউ-‌এ রাখা হয়েছেসেখান থেকে বার করার পর ওই শিশুর করোনা পরীক্ষা করা হবেতারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’‌ তিনি আরও জানান, ‘‌মা আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেজেলা স্বাস্থ্যদপ্তর বিষয়টি জানেমাকে কোভিড হাসপাতালে পাঠানো হতে পারে, বলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেনএদিকে শিশুর দেহেও করোনা হতে পারে, সেই আশঙ্কাও কাজ করছিল মায়ের মধ্যে।’‌

Join Telegram

Join Now