বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

চিত্তরঞ্জন শহরে দিন দুপুরে চলল গুলি, মৃত এক তৃণমূল কর্মী

Published on: July 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌমিত্র গাঙ্গুলী :আসানসোল -চিত্তরঞ্জন কারখানার জিএসডি গেট থেকে বেরিয়ে আসার সময় ব্যাবসায়ী বলরাম সিং নামক এক যুবককে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলগুলি তার মাথায় ও বুকে লাগে জানা যায় রোজকার মত আজকেও সকাল ৯ টার সময়  চিত্তরঞ্জন কারখানার জিএসডি গেটের ভিতর অকসেনের মাল নেওয়ার জন্য চিত্তরঞ্জন কারখানায় যায় বলরাম সিং তারপর সেখান থেকে সে স্কুটি নিয়ে বিকেল ৫টা নাগাদ বাড়ি ফিরছিলো আর ঠিক তখনই একটি কালো পালসার মোটর সাইকেলে চড়ে দুই দুষ্কৃতী  হেলমেট পরে আসেন এবং বলরাম সিং কে লক্ষ্য করে গুলি করেন


ঘটনার পরে তাকে চিত্তরঞ্জন কস্তুরভা গান্ধী হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনএই ঘটনার পর আরপিএফ চিত্তরঞ্জন সম্পূর্ণ রূপে সিল করা হয়েছেপুলিশ হামলা কারীদের সন্ধান শুরু করেছেপুলিশ এটিকে ব্যাক্তিগত লড়াই হিসাবে সন্দেহ করছেঘটনার পরে বলরাম সিং এর অনেক পরিজনেরা হাসপাতালে জড়ো হয়েছে

সালানপুর ব্লক তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যায় জানান যে বলরাম সিং তৃণমূলের এক সক্রিয় কর্মী ছিলেনসে চিত্তরঞ্জন কারখানায় লোহার যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী নিলামের কাজ করত এবং বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত ছিল,কোন ব্যাবসায়িক শত্রুতার কারণেই মনে হয় তাকে খুন করা হয়েছে বলরাম পারিবারিক ছেলে ছিলো পরিবার নিয়ে থাকতো,এক বছর আগে তার বাবাকে কিটনি ডোনেট করেছিলোতিনি বলেন এই ঘটনার সম্পূর্ণ ভাবে তদন্ত চায়প্রশাসনকে ৭দিন সময় দেওয়া হলো না হলে আমরা বড়ো আন্দোলনে যেতে বাধ্য হবোতবে চিত্তরঞ্জন রেল নগরীতে এভাবে দিনে দুপুরে খুন হওয়ায় চিত্তরঞ্জন রেল পুলিশ এর উপর প্রশ্ন উঠেছে যে কিভাবে এই রেল শহরে নিরাপত্তা রক্ষা হচ্ছে

Join Telegram

Join Now