বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সুদূর রাশিয়া থেকে কৌশিক আমাবস্য্যায় হাজির হয়েছেন তারাপীঠে

Published on: September 13, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

কৌশিকী আ্যামাবাসা কেন্দ্রে করে লক্ষ্যধীক মানুষের সমাগম হয়।যেখানে এবার সুদূর রাশিয়া ,কানাডা থেক যোগী-সাধক -অঘোরীরা এসেছেন।এর মাঝে রাশিয়ার বাসিন্দা উনি তার নাম বদলে নিয়েছেন, ভারতীয় নাম গ্রহণ করেছে। উনার বর্তমান অন্নপূর্ণা য়োগী-
উনি ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে যা বলছেন ।সনাতন ধর্ম পচ্ছন্দ করার না এই ধর্ম কে অনুসরণ করতে হয় শ্রদ্ধাকরতে হয় । এই সনাতন ধর্ম আমাকে ২ বার বাঁচিয়েছে। সনাতন ধর্ম আমার আত্মা কে ছুয়েছে। ধর্ম মানবজীবনে অমূল পরিবর্তন আনতে পারে। রাশিয়াতে জন্ম হয়ে খুব ভুল হয়েছে।ভারত ভূমিতে আমার জন্ম হলে বেশ ভালো হতো

একই সঙ্গে উনাকে প্রশ্ন করা হয় আপনি কী রাশিয়া ফিরে যাবেন ? উত্তরে রাশিয়ান সাধক বলেন-,
যখন সম্পর্ক শেষ হয়ে যায় , উদাহরণ স্বরুপ আপনার পার্টনার রিলেশন ব্রোকআপ হলে তার কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।
সম্পূর্ণ ভাবে রাশিয়ার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
তার কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কে আমি সমর্থন করি না । রাশিয়া তার রিয়েল ফেস দেখিয়েছে। রাশিয়া ইউক্রেন সাথে যুদ্ধ করে নিজের ভবিষ্যত নষ্ট করছে।

এমনটাই বক্তব্য পেশ করছে রাশিয়ার বাসিন্দা তারাভূমে এসে।একই সঙ্গে উনি আরও জানান যে কৌশিকী আ্যমবসায় উনি এক জন সাধক সিদ্ধি তপসা করবেন সমাজ ও পৃথিবীর কল্যাণ এর জন্য।একই সঙ্গে ভবানী কিন্নার তাদের এই আখড়া তে ঐকবদ্ধ্য ভাবে রয়েছেন কৌশিকী আ্যমবসায় তপসা সাধনা করার জন্য।তবে উনি কিন্নার দের নিয়ে যে লড়াই করেছেন বেদ পুরাণ কিন্নার দের জায়াগা ছিল তাও জানেন।
এমনকী উনি আরও বলেন যে ২০১৯ লোকসভা নির্বাচন আম আদমি পার্টির MP পদ প্রার্থী হয়েছিলেন।

Join Telegram

Join Now