বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

স্বনির্ভর গোষ্ঠীকে খাঁকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা প্রদান

Published on: August 1, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্যে হাঁসের ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উৎসাহ প্রকল্প এর আওতায় বর্ধমানের একটি ফার্ম থেকে আজ খাঁকি ক্যাম্পবেল হাঁস বাচ্চা প্রদান করা হলো স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এদিন 24টি করে হাঁস দেওয়া হয়। ব্যবসার নিরিখে হাঁস পালন অধিকতর লাভজনক। আর যে খাঁকি ক্যাম্পবেল হাঁস প্রধান করা হয়েছে সেগুলো খুবই উন্নত প্রজাতির হাঁস।

প্রচুর সংখ্যায় ডিম দেবে এই হাঁসগুলি এবং এই হাঁসগুলিকে যে পুকুরে ছাড়তে হবে এমন কোন মানে নেই বাড়ির ও ছোটখাটো জলাশয় তৈরি করেই এই হাঁস প্রতিপালন করা যায়। এদিন যে হাঁসের বাচ্চা গুলোকে দেওয়া হয় সেগুলির বয়স দুমাস পনের দিন। আর মাস দুয়েকের মধ্যেই এই হাঁসগুলি ডিম দেবে বলে জানালেন বি এল ডি ও।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ বিশেষ উৎসাহ প্রকল্প চালু করছে।এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীকে হাঁসের খামার খুলতে সব রকম সাহায্য প্রদান করা হচ্ছে। সেই হিসেবে আজ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস প্রদান করা হলো।

Join Telegram

Join Now