বয়ফ্রেন্ড এর সাথে প্রেমে মত্ত,সামনে হাজির স্বামী
ক্যামেরা তাক করে দৌড়াচ্ছেন পিছনে স্বামী
হাত ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছেন শপিং মলে।ক্যামেরা তাক করে দৌড়াচ্ছেন পিছনে স্বামী।খাবার স্টলে দাঁড়ান পরকীয়ার দফারফা করে ছাড়েন মহিলার স্বামী।সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল ভিডিও।শপিং মলে প্রেমিকের সঙ্গে হাত ধরে হাঁটা।হাতেনাতে ধরে ফেলেন স্বামী।প্রেমিক যখন হাতে হাত রেখে একটা দোকানের সামনে দু’জন দাঁড়ালেন স্বামী হাজির সামনে।
স্বামী সেখানে উপস্থিত লোকদের বলেন, ‘ইনি আমার স্ত্রী এবং প্রেমিকের সঙ্গে তিনি এখানে ঘুরে বেড়াচ্ছেন’। স্ত্রীর নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া,শুরু করেন অশ্রাব্য গালিগালাজ-মারধর।গালাগালিও হাতাহাতি চলে দুজনের মধ্যে। স্বামীর মোবাইলে সবটাই রেকর্ড হয় ক্যামেরায়। জনতা মহিলার পক্ষে কথা বলতে শুরু করেন।কেউ কেউ স্বামীর পক্ষে কথা বলেন।