বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ব্যোম ভোলে চালকলে ঢুকে চক্ষু চরক গাছ/If you forget to drive, you will enter the eye-catching tree

Published on: August 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

৪৫ বিঘা জমির উপর তৈরি ব্যোম ভোলে চালকলে শুক্রবার সকালে অভিযান চালাল সিবিআই। নিরাপত্তারক্ষীরা রক্ষীরা প্রথমে ভিতরে ঢুকতে বাঁধা দেয়। প্রায় ৪০ মিনিট পর ভিতরে ঢুকে চক্ষু চরক গাছ তদন্তকারীদের। ভিতরে রয়েছে একের পর দামী দামী  গাড়ী। যার দাম সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। সবকটি গাড়িতে লাগানো সরকারি স্টিকার।

মোট পাঁচটি গাড়ি। রয়েছে একটি হুড খোলা মহিন্দ্রা থর। গাড়ির নম্বর ডাব্লুউ বি ৪বি ৬৯৬৬।  মালিকানা অনুব্রতের ব্যক্তিগত সচিব অর্ক দত্তের নামে। আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। মহিন্দ্রা আল্ট্রাজ জি৪ গাড়িও রয়েছে চালকলের গ্যারেজে। নম্বর ডাব্লুই বি ৫৪বি ৯৫৫৫। মহিন্দ্রা আল্ট্রাজ জি৪ গাড়িটির আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।  ফোর্ড এন্ডেভারের মতো দামি গাড়িও। এই গাড়ি চড়েই এসএসকেএমে চিকিৎসা করাতে যেতেন অনুব্রত। গাড়ির নম্বর ডাব্লুউ বি৫৪ ইউ৬৬৬৬।

ব্যবসায়ী প্রবীর মণ্ডলের অভিযোগ ‘বিশ্বকর্মা পুজোর সময় ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ  টাকার গাড়ি দিয়েছিলাম। সেই সঙ্গে নগদ পাঁচ কোটি টাকা। টেন্ডার পাইনি বলে অভিযোগ ।রয়েছে একটি মহিন্দ্রা-৫০০ গাড়িও। ডাব্লুউ বি৫৪ জেড ৪১৭৬ নম্বর। গাড়ির আনুমানিক দাম সাড়ে ২০ লক্ষ টাকা।এছাড়া উত্তরাখণ্ডের নম্বরপ্লেট যুক্ত টাটা সুমো উদ্ধার করেছে সিবিআই যাতে অনুব্রত নিজে চড়তেন বলে জানা যায়। গাড়ির নম্বর ইউএ ০৪ ৭১৮৩। আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

Join Telegram

Join Now