বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এই গাছ লাগিয়ে কোটি কোটি টাকা লাভ

Published on: August 5, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

চাষিদের মধ্যে গাছের চাষ বেশ জনপ্রিয়। মেহগনি গাছ  চাষ করে কৃষকরা ভালো লাভ পেতে পারেন।এই গাছের ছাল, কাঠ ও পাতা বাজারে  বিক্রি হয়। ভাল নিষ্কাশন ব্যবস্থা যেখানে,সেখানে এটি চাষ করার জন্য উপযুক্ত। পাহাড়ি জায়গা ছাড়া যে কোনো জায়গায় চাষ করা যায়।একটি মেহগনি গাছ12 বছর সময় লাগে।

শক্ত কাঠের কারণে, এটি জাহাজ, আসবাবপত্র, পাতলা পাতলা কাঠ,  এবং ভাস্কর্য তৈরিতে ব্যবহৃত হয়।এই গাছ লাগানো হলে , সেখানে মশা একেবারেই আসে না।মশা তাড়ানোর পণ্য এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় এর পাতা ও বীজের তেল।মেহগনি গাছ ঔষধ তৈরিতে অনেক সমৃদ্ধ। এর পাতা ও বাকল অনেক রোগের বিরুদ্ধে উপকারী।পাতা ও বাকল এই কারণেই  ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।চাষীরা বিক্রি করে মোটা লাভ পান।

মেহগনি গাছ 12 বছরের মধ্যে কাটার জন্য প্রস্তুত।প্রতি কেজি এক হাজার টাকা পর্যন্ত  বাজারে বিক্রি হয় এর বীজ।মেহগনি একটি ঔষধি গাছ, তাই এর বীজ এবং ফুল ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, এর চাষ করে কোটি কোটি টাকা লাভ করতে পারে চাষিরা।

 

Join Telegram

Join Now