একই গাছে ফলছে আলু, বেগুন ও টম্যাটো
বিজ্ঞানীরা জানাচ্ছেন,এক একটি স্তরে এক এক রকমের সব্জি উৎপন্ন হয়।নীচে আলু ও উপরে টম্যাটো বেগুনও ফলবে।বেগুন ফলতে সময় লাগবে ২৫ দিন টম্যাটো ফলতে সময় লাগবে ২২ দিন।
একই সঙ্গে ফলছে একই গাছে,আলু, টম্যাটো ও বেগুন ।কলম তৈরির মাধ্যমে একই গাছে ফল-ফুল তৈরির প্রথা প্রাচীন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ভেজিটেবল রিসার্চ-এর বিজ্ঞানীরা তৈরি করলেন একটি গাছ, যাতে একই সঙ্গে ফলবে আলু, টম্যাটো ও বেগুন!বিজ্ঞানীরা কয়েক বছর আগেই একই সঙ্গে টম্যাটো ও আলু ফলিয়ে দেখিয়েছিলেন।গাছটির নাম দেওয়া হয়েছিল ‘পম্যাটো’। সেই গাছেই যোগ করা হয়েছে আরও একটি বৈশিষ্ট্য। এ বার এই গাছটিতে ফলবে বেগুনও!
বিজ্ঞানীরা জানাচ্ছেন,এক একটি স্তরে এক এক রকমের সব্জি উৎপন্ন হয়।নীচে আলু ও উপরে টম্যাটো বেগুনও ফলবে।বেগুন ফলতে সময় লাগবে ২৫ দিন টম্যাটো ফলতে সময় লাগবে ২২ দিন।