14 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন শ্যামল রায়
14 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন শ্যামল রায় । 14 নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী বর্ধমানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তৃণমূলের যেমন রয়েছে রাজবিহারী হালদার , বিজেপি শ্যামল রায় । চলবে টানটান লড়াই দেখার বিষয় । কার দখলে 14 নম্বর ওয়ার্ড, মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় খোকন দাস সাড়া দিলেন বিজেপির প্রার্থী শ্যামল রায় কে এবং তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন শরীর কেমন আছে ।
চমকে গেল প্রশাসন যাদের জন্য এত কড়া নজরদারি যাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা তারাই একসাথে কথা বলে উৎসাহ বাড়িয়ে দিলেন সাধারণ মানুষ এবং প্রশাসনকে কোনো অশান্তি ঝামেলা নয় ভোট ভোটের মতন হবে কিন্তু নেতারা নিজের জায়গায় সম্মান বজায় রেখে কাজ করে চলেছেন কিন্তু নিচুস্তরের কর্মীরা সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছেন কথা বলা তো দূরের কথা একের ওপরে দেখলে একেবারে নেউল ও সাপের মত ঝামেলা সৃষ্টি হয়ে যায় ।