বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫

Published on: April 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে যাত্রীবোঝাই টোটোতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পাঁচজনের। এই পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। মৃত অপর ব্যক্তি টোটোচালক বলে খবর। তবে এই দুর্ঘটনার পর পলাতক ডাম্পারের চালক ও খালাসি। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে।

সূত্রে খবর, মৃতদের নাম গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা, মামণি সাঁতরা। এরা একই পরিবারের সদস্য। আর মৃত্যু হয়েছে টোটোচালক মইনউদ্দিন মিদ্যার। এই সাঁতরা পরিবারের চার বাসিন্দা টোটো ভাড়া করে যাচ্ছিলেন মাছ ধরতে। তখনই বর্ধমান-বোলপুর রোডে দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। টোটোতে ডাম্পার ধাক্কা দেয়। তার জেরেই ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন।

Join Telegram

Join Now