আজই কি ইস্তফা ? আজই শেষদিন ইমরান খানের?

INTERNET:পাক প্রধানমন্ত্রী হিসেবে আজই শেষদিন ইমরান খানের? আজই কি ইস্তফা দিতে চলেছেন তিনি?
শনিবার রাতেই বদলে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিশায়াল টুইটার অ্যাকাউন্টের নাম।
এতদিন যা ছিল ‘Prime Minister’s Office’, তা এবার বদলে হয়ে গেল ‘Imran Khan’। তবে কি ইমরানের খানের থেকে পাকাপাকিভাবে ছিনিয়ে নেওয়া হল পাকিস্তানের প্রধানমন্ত্রীর তকমা? জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।বিদেশি মুদ্রায় আর্থিক তছরূপের মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও চাঞ্চল্যকর দাবি উঠেছে। আর সেই কারণেই, গ্রেফতারি এড়াতেই নিজের পদ থেকে সরে দাঁড়াবেন ইমরান খান?
উল্লেখ্য ২৮ মার্চ পাকিস্তানে আস্থা ভোট। আস্থাভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।বিরোধীরা এককাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। আস্থাভোটে তাঁর পরাজয় নিশ্চিত।” তাঁর সংযোজন, “ইমরান খান শুধুমাত্র রিগিংয়ের মাধ্যমে কী ভাবে ভোটে জেতা যায়, সেটাই জানেন।