আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু গৃহবধূর

Published on: March 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আর্সেনিক মুক্ত পানীয় জল নিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার সাট্টারি এলাকায়।মৃত গৃহবধূর নাম পিঙ্কি সরকার(‌৩০)‌।মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর গ্রামে বাড়ি তাঁর।

গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা না থাকায় পাশের গ্রাম সট্টারি থেকে এদিন পানীয় জল জল আনতে গেছিলেন তিনি।  ওই বধূর মৃত্যুতে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Join Telegram

Join Now