বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৩৬ জন চিকিৎসক করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল হাসপাতাল এ

Published on: October 8, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌজন্যে :ইন্টারনেট –এবার গভীর সংকটজনক অবস্থায় রাজ্যের প্রথম সারির করোনা হাসপাতাল। একই সঙ্গে করোনা আক্রান্ত ৩৬ জন চিকিৎসক। চিকিৎসার পরিসেবা ঠিক রাখতে জরুরি ভিত্তিতে অন্য হাসপাতাল থেকে চিকিৎসক দল পাঠানোর আর্জি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাহলে ভেঙে পড়বে চিকিৎসা পরিষেবা।



এক দিকে মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল। তারওপর রাজ্যের প্রথম কোভিড করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাই স্বাভাবিক ভাবে প্রথম থেকেই এই হাসপাতালে রোগীর চাপ ছিল বেশিই। যে চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে হাসপাতালের ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্য কর্মীদের। রাজ্যের এই রকম ভয়াবহ করোনা পরিস্থিতিতে এই রকম ঘটনা ঘটায় গভীর সংকটে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ‌।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে ৩৬ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ২৪ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং চিকিৎসক এবং এরা সকলেই সরাসরি করোনা চিকিৎসায় যুক্ত। এছাড়া আছেন ১২ জন ফ্যাকাল্টি অর্থাৎ শিক্ষক চিকিৎসক। এক সঙ্গে এই বিপুল পরিমাণ চিকিৎসক কীভাবে পূরণ করা যাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরাও।

Join Telegram

Join Now