বেসরকারি বাস পরিবহন নিয়ে জটিলতা

রিয়া ঘোষ :কলকাতা -লকডাউন এর মধ্যে থেকে শহর কলকাতায় যবে থেকে সরকারি বাস নামে, তখন থেকেই ছিল নানা রকম বিধি-নিষেধপ্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল এই সমস্ত সরকারি বাসে শুধু মাত্র কুড়ি জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে তার কারণ এই অতিমহামারী সময় সামাজিক দূরত্ব বজায় রাখা অবশ্যই দরকারসেই কারণে শুধুমাত্র কুড়ি  জন যাত্রী নিযে সরকারি বাসগুলো শহর পথে চলছিলকিন্তু পয়লা জুন থেকে শহর কলকাতায় যে সমস্ত সরকারি বাস চলছে সেগুলোতে কুড়ি জন যাত্রীর বদলে, যতগুলি আসন থাকবে,তত সংখ্যক যাত্রী নেওয়া যাবে বলে জানানো হয়েছেএর ফলে কিছুটা হলেও যাত্রীদের যে সমস্যা হচ্ছিল তা কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়


কিন্তু এর পাশাপাশি কিছু  বিধিনিষেধ বারবার করে সবাইকে জানানো হয়েছে সবাই যেন নিজে থেকে সতর্ক হোনসামাজিক দূরত্ব বজায় রাখেনএবং অবশ্যই যেন ব্যবহার করেন মাস্ক এই এতদিন পর্যন্ত যে সমস্ত সরকারি বাস চলছিল তা ছিল একেবারে হাতে  গোনা এবং  নির্দিষ্ট সংখ্যক যাত্রী নেওয়ার ফলে অনেক বাস যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছিলতবে এখন বাসে যত সংখ্যক আসন থাকবে , তত সংখ্যক যাত্রী নেওয়া যাবে বলে জানানো হয়েছে। 

তার ফলে এই সমস্ত বাসযাত্রীদের অনেকটাই সুবিধা হবেকিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছেএই সরকারি বাস পরিষেবা থেকে সন্তুষ্ট হচ্ছেন কি যাত্রীরা? এই সময় যারা অফিসে যাচ্ছেন বা নিজস্ব কাজে বের হচ্ছেন, তারা কতটা উপকৃত ? তার কারণ এখনো পর্যন্ত বেসরকারি বাস রাস্তায় নামেনিকিন্তু মানুষের সংখ্যা তার তিনগুণএর ফলে সামঞ্জস্য হতে অনেকটাই সমস্যা হচ্ছেতবে এই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করছে পরিবহন দপ্তর খুব দ্রুত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *