বেশিরভাগ তিলক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেল অকাল বৃষ্টিতে
গ্রাম মানেই সেই মেঠো পথ, মাঠ ঘাট আর কৃষিকাজ, আর নানান ফসল সবজি চাষ মানেই গ্রাম ।এই চাষ আর গ্রাম যেন পরস্পরের সঙ্গে আবদ্ধ ।সেইরকমই গ্রাম কেতুগ্রামের কন্দনাগ, পাচুন্দি,নিরল, মালগ্রাম, গঙ্গাটিকুরি এইরকম অনেক গ্রামে তিল চাষ যেন প্রধান চাষ হয়ে রয়ে গেছে ।কিন্তু এই বছর তিলচাষীদের মাথায় হাত পরল, ইয়াসের ঝড়-বৃষ্টির তাণ্ডবে ।কেতুগ্রামের বহু গ্রামের কয়েক শ একর মাঠের বেশিরভাগ তিলক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেল অকাল বৃষ্টিতে ।
বিঘা প্রতি প্রায় চার হাজার টাকা খরচের বিনিময় এ পায় প্রায় দুই কুইন্টাল বেশি তিল। যার বাজার মূল্য 10 থেকে 12 হাজার টাকা।এই জ্যৈষ্ঠ মাসে তিল কেটে ঘরে তোলা হয়, কিন্তু এ বছর তা নষ্ট হয়ে মাঠেই রয়ে গেল।তাই চাষীদের কাছে এবছর সংসার নির্বাহ করাটা যেন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।তাই চাষীভাইয়েরা সরকারের কাছে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষন করার, সাহায্য পাওয়ার ব্যাপারে আবেদন জানান।