বাতিল হল উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা
রিয়া ঘোষ :কলকাতা -বাতিল করা হল উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হচ্ছে না, শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তা পরে জানানো হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই বিশবাঁও জলে পড়ে ছিল উচ্চমাধ্যমিকের ভবিষ্যত। জুলাইতে CBSE আর ICSE -র পরীক্ষা বাতিল হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের উচ্চমাধ্যমিকও জুলাইতে হওয়ার ছিল। কিন্তু প্রশ্ন ছিল এরপর উচ্চমাধ্যমিকের ভবিষ্যত কী হবে? কেননা এর আগে সিবিএসইর পরীক্ষা যখন স্থগিত হয়, তখন রাজ্যের পরীক্ষাও স্থগিত হয়েছিল। তাছাড়া জুলাই পর্যন্ত ট্রেনও চলবে না রাজ্যে।
তবে কিসের ভিত্তিতে ওই তিনটি বিষয়ের নম্বর দেওয়া হবে সেটা পরে জানিয়ে দেবে শিক্ষাদফতর। তবে সেক্ষেত্রে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে শিক্ষাদফতর। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বোর্ডের প্রস্তাবকে মান্যতা দিয়ে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর স্থগিত পরীক্ষাগুলি বাতিল করেছে। রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একই পথে হাঁটল। শেষমেশ বাতিলই হল উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। উল্লেখ্য, নবান্নে সর্বদলীয় বৈঠকের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন।