
জোমাটো কর্মীদের একাংশ এবং চীনের শেয়ার ভুক্ত এই সংস্থার থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতীয় পতাকা হাতে প্রতিবাদ দেখানোর সময় তারা জোমাটো র নামাঙ্কিত পোশাক খুলে ফেলেন এবং তা পুড়িয়ে ফেলে তাদের প্রতিবাদ জানান। তারা জানান ইস্তফা দিয়ে নতুন করে বেকার হওয়ার যন্ত্রণা ভোগ করতে তারা রাজি আছেন কিন্তু কোনভাবেই ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করা খুনি চীনের এখতিয়ার ভুক্ত সংস্থায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চান না। কাজ ছেড়ে দিলেও তারা খুশি।