বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কলকাতায় শুটিং শুরু ১০ জুন থেকে

Published on: June 5, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 রাজীব মন্ডল :কলকাতা -১০ জুন থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে সিরিয়ালের,সিনেমার  শুটিং। ৬ জন শিল্পীকে নিয়ে শিপটে কাজ হবে। ফ্লোরে ৩৫ জনের বেশি থাকা যাবে না। বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর টালিগঞ্জের প্রযোজক, পরিচালক, কলাকুশলীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিছু বিষয়ের  সিদ্ধান্ত আগামী রবিবার আলোচনা হবে। মনে করা হচ্ছে, সিনেমার শুটিং ও চালু হয়ে যাবে ১০ তারিখ থেকেই। তবে শিশুশিল্পীদের এখনই শুটিং ফ্লোরে নেওয়া হবে না। বয়স্করা যদি চান, কাজ করতে পারবেন। ১৫ জুন থেকে সিরিয়ালের নতুন এপিসোড শুরু হবে।ঘনিষ্ঠ দৃশ্য এখন বাদ দিয়ে স্ক্রিপ্ট লিখতে বলা হয়েছে। নতুন ধারণায়, নতুন ভাবে কাজ শুরু হবে। 


স্যানিটাইজেশন ডোরের মধ্য দিয়ে যেতে হবে সবাইকে। যে যার ব্যক্তিগত মেকআপ কিট ব্যবহার করবেন। কস্টিউম নিয়ে যেতে হবে বাড়ি থেকে এবং প্রতিদিন নিয়ে যেতে ও নিয়ে  আস্তে হবে । এছাডা়, ২৫ লক্ষ টাকার জীবনবিমার তহবিল গড়া হচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে সাহায্য করবে সরকার। কোনও টেকনিশয়ানের চাকরি যাবে না।যদিও ঠিক কি ভাবে  শুটিং পর্ব কার্যকরী হবে তা দেখার বিষয়। কারণ শিল্পীরা মাক্স ও গ্লাভস পরেতো শুটিং করতে পারবে না।হেয়ার ড্রেসার বা মেকাপমান এর কাছে শিল্পীদের মেকাপ বা হেয়ার করতে হবে। সে ক্ষেত্রে কতটা সুরক্ষিত শিল্পীরা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন সময় বলবে কতটা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারবেন তারা। 

Join Telegram

Join Now