বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কলকাতার ঠাকুর পুকুরে একই পরিবারের বাবা -মা -ছেলে আত্মঘাতী

Published on: June 9, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
রিয়া ঘোষ : কলকাতা -কলকাতার ঠাকুর পুকুর থানার সত্যনারায়ণ পল্লীতে একই পরিবারে  ৩ জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

করোনা মহামারীর পরিস্থিতিতে খাস কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনাঠাকুরপুকুর থানার অন্তর্গত সত্যনারায়ন পল্লীতে  এক ই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু
একই পরিবারের তিনজন সদস্যের মধ্যে একজন প্রতিবন্ধীমৃত দের নাম গোবিন্দ  কর্মকার(৮০), স্ত্রী রানু কর্মকার (৭০), ছেলে বুলা কর্মকার(৪৮)
গোবিন্দ কর্মকার স্ত্রী রানু কর্মকার এর কিছুদিন আগে পক্ষাঘাতে আক্রান্ত হন, ছেলে বুলা জন্ম থেকেই প্রতিবন্ধীগোবিন্দ বাবু বেহালার একটি কারখানায় কর্মরত ছিলেন যেটি বেশ কয়েক বছর ধরেই বন্ধ হয়ে আছেগত রবিবার গোবিন্দ বাবুর জ্বর আসে,  প্রতিবেশীরা ঠাকুরপুকুর থানায় খবর দিলেন পুলিশের এম্বুলেন্স আসে এবং পরিবারের তিনজনকেই প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়, গোবিন্দ বাবুর জ্বর থাকায় সেখানে ভর্তি নেওয়া হয়নি এরপর আরও দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গোবিন্দ বাবু জ্বর থাকলেও অন্য দুজনের করোনা সংক্রামনের কোন উপসর্গ না থাকায় তিনজনকেই ভর্তি না নিয়ে ছেড়ে দেয়

এরপর পুলিশের এম্বুলেন্স তাদেরকে বাড়ির সামনে এনে ছেড়ে দেয়প্রতিবেশীদের সূত্রে জানা যায় এরপর থেকে গোবিন্দ বাবু ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিলআজ সকালে  প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়, ভেতরে দেখা যায় গোবিন্দ বাবু, তার স্ত্রী ও পুত্র মাটিতে পড়ে আছেনদেখা যায় পাশেই একটি পাত্রে খানিকটা তরল পদার্থ আছে, পাত্রের গায়ে লেখা রয়েছে মারাত্মক বিষ হইতে সাবধান এবং মেঝেতে চক দিয়ে লেখা রয়েছে সুইসাইড নোটঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিবারের তিনজন সদস্যের দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেতদন্তে লালবাজার গোয়েন্দা দপ্তর ও ঠাকুরপুকুর থানার পুলিশ। 

Join Telegram

Join Now