বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনা আক্রান্ত হুগলি জেলার জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক

Published on: July 22, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

শুভজিৎ ঘোষ :হুগলী -করোনা আক্রান্ত হুগলি জেলার জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাসিস চক্রবর্তী সহ তার পুরো পরিবারবুধবার কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন জাঙ্গিপাড়ার বিধায়ক তথা কানাইপুর এলাকার বাসিন্দা স্নেহাসিস চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেনআক্রান্ত হয়েছে বিধায়কের স্ত্রী,পুত্র,শশুর,শাশুড়ি,দেহরক্ষী সহ গাড়ির চালক


এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়কের বাড়ি সানিটাইজ করা হয়গতকাল জাঙ্গিপাড়ার বিধায়ক তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে চন্ডিতলার সভাতেও ছিলেন,সেই সভায় তৃণমূল সাংসদ,বিধায়ক সহ জেলা সভাপতিও উপস্থিত ছিলেনআজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসায় চিন্তা বাড়লো তৃণমূল দলের অন্দরেই

Join Telegram

Join Now