করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হাসপাতালে

সৌজন্যে :ইন্টারনেট -মঙ্গলবার ১১টা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।বর্ষীয়ান অভিনেতা তথা টলিউডে এই মুহুর্তের বিখ্যাত ও সম্মানীয় অভিনেতা ভর্তি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় ওই বেসরকারি হাসপাতালে। তখনই অভিনেতার জন্য বেডের ব্যবস্থা করতে বলে হয়। এরপর আজ সকালে জানা যায় হাসপাতালে আসছেন না অভিনেতা। তবে সকাল ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালের তরফেও জানানো হয়েছে, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। জানা গিয়েছে, করোনার রিপোর্ট পজেটিভ হলেও এখন সৌমিত্র চট্টোপাধ্যায় স্থিতিশীল, যদিও শারীরিক কিছু অস্বস্তি রয়েছে অভিনেতার। গায়ে জ্বর-সহ অন্যান্য উপসর্গ আছে। সংশ্লিষ্ট হাসপাতাল বলছে, তাঁকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *