বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আবারো গতির বলি ২,চন্দননগরে সম্প্রীতি উড়ালপুল এর উপরে

Published on: January 15, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                 রিয়া ঘোষ : কলকাতা 

দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চন্দননগরে সম্প্রীতি উড়ালপুল এর উপরে আবারো গতির বলি ২ । জানা গেছে আজ সকাল ৬ টা নাগাদ একটি বলেরও পিকআপ ভ্যান তার দুটি চাকা পাংচার করা অবস্থায় সম্প্রীতি উড়ালপুলের উপরে দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় তারাতলা থেকে বাটার দিকে যাওয়া দুই বাইক আরোহী বাইক সমেত দাঁড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারলে অন্তত ৩০ ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে হেলমেট বিহীন ওই দুই বাইক আরোহী 

প্রত্যক্ষদর্শীদের মতে বাইকের গতিবেগ এতটাই ছিল সামনের চাকা খুলে ব্রিজ থেকে নিচে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক অবিনাশ কুমার সিং(২২) , অপর বাইক আরোহী অমিত কুমার ঝাঁ(২৩) কে মহেশতলা থানার পুলিশ প্রথমে বিদ্যাসাগর এবং পরে কোঠারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় 



বাড়ির লোকের কথা অনুযায়ী এই দুই যুবক পড়াশোনা করার পাশাপাশি রাতে একটি কল সেন্টারে কাজ করতো। সেখান থেকেই এরা দুজন ভোরবেলা বাড়ি ফিরছিলো কিন্তু প্রশ্ন হল এদের বাড়ি মোল্লার গেট হওয়া সত্ত্বেও কি কারণে সম্প্রীতি উড়ালপুল দিয়ে এরা আসছিলো 

Join Telegram

Join Now