বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মাত্র ১০১ টাকায় 4G স্মার্টফোন

Published on: November 16, 2019
---Advertisement---

Join WhatsApp

Join Now

মা
ত্র ১০১ টাকাতেই পান নতুন 4G স্মার্টফোন। ডাউন পেমেন্ট ছাড়াই কেনা যাবে এই Vivo স্মার্টফোনটি।

১০১ টাকায় 4G স্মার্টফোন, রয়েছে NO COST EMI-এর সুবিধা 

‘নো কস্ট ইএমআই’ দিয়ে নতুন ফোন কিনতে পারবে গ্রাহকরা।
অফারটি চালু হয়েছে ১৮ অক্টোবর থেকে।  অফারটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।  
এক মাসের মধ্যেই দুর্গাপুজো ও কালীপুজো। তার উপর মাসের শেষ। পকেটে টান।
এদিকে দীপাবলিতে নতুন মোবাইল ফোন দরকার একটা। তাই এবারে মধ্যবৃত্তদের কথা মাথায় রেখে দীপাবলিতে নয়া অফার নিয়ে এল Vivo।    
ই-পেমেন্ট-এর মাধ্যমে ফোন কিনলে মিলবে আরও অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
এছাড়া আইসিআইসি ব্যাঙ্ক ও এইচ ডি এফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে আরও ৫ শতাংশ অতিরিক্ত ছাড়। 

১০১ টাকায় 4G স্মার্টফোন,পাবেন কোন হ্যান্ডসেটগুলি

 Vivo V15, Vivo S1, Vivo V15 Pro, Vivo V17 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo Y17, Vivo Y15 আর Vivo Y12 স্মার্টফোনে এই বিশেষ অফার প্রযোজ্য হবে।
প্রথমে ১০১ টাকা দিয়ে কিনুন। তারপর প্রতিমাসে ৯২৬ টাকা দিয়ে কিনে নতুন স্মার্ট ফোন।
এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। একটি পুরানো ফোনে দিয়ে নতুন Vivo V17 Pro আর Vivo S1 কিনলে পাওয়া যাবে ১,৯৯৯ টাকার অফার।

Join Telegram

Join Now