বিজেপির চিন্তন বৈঠকে উপস্থিত হলেন না শুভেন্দু

বিজেপির চিন্তন বৈঠকের শুরুতেই তাল কাটল। উপস্থিত হলেন না খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটে (West Bengal Civic Polls) ব্যর্থতার পর্যালোচনা নিয়ে আলোচনা অথচ বিরোধী দলনেতাই নেই! দলের অন্দরেই উঠছে প্রশ্ন।সূত্রের খবর শুভেন্দু নাকি আগের দিন রাতেই জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না।

 তবে সূত্রের খবর শুভেন্দু নাকি শুক্রবার রাতেই জানিয়ে দিয়েছিলেন, যে তিনি আসতে পারবেন না। ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংও বৈঠকের শুরুতে ছিলেন না। পরে যোগ দেন। তাত্‍পর্যের হল, দলের অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে ডাকা হয়নি। তিনি ছিলেন দর্শকাসনে। মঞ্চে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরা ছিলেন। সেখানে লকেটকে কেন মঞ্চে ডাকা হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সুকান্ত এদিন দলের বিদ্রোহী কর্মীদের উদ্দেশে বলেন, ‘‌দল মানেই টিম ওয়ার্ক। আর তাই টিমের সিদ্ধান্ত কখনও সঠিক, কখনও ভুল হতে পারে। বিজেপি সাংগঠনিক দল। তাই দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলা উচিত।’‌ ‌বৈঠকে যারা বলার সুযোগ পাননি, তাদের পরামর্শ লিখিতভাবে দেওয়ার কথাও বলেন সুকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *