করোনা পরিস্থিতিতে পুজো নিয়ে একাধিক বিধিনিষেধ হাইকোর্টের
করোনা পরিস্থিতির কারণে রাজ্যে দুর্গা পুজো নিয়ে একাধিক বিধিনিষেধ কার্যকর করল কলকাতা হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ এখনও কার্যকর। তারই মধ্যে এগিয়ে এসেছে পুজো। গত বছরের মতোই পুজোর প্রাক্কালে বিধিনিষেধ আরোপের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি।
তারই পরিপ্রেক্ষিতে একাধিক বিধিনিষেধ কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত । বৃহত্ মাপের পূজার ক্ষেত্রে সর্বাধিক ৬০ জন এবং ছোট পূজার ক্ষেত্রে ১৫ জন মন্ডপের ভিতর থাকতে পারবেন। আগের দিন সেই নামের তালিকা প্রকাশ করতে হবে পূজা কর্তৃপক্ষকে। মন্ডপের ভিতর থাকলে মাস্ক, ফেসশিল্ড ও স্যানিটাইজার বাধ্যতামূলক।
বাদ্যযন্ত্র বা ঢাক বাজালে বাজবে মন্ডপের বাইরে। থাকবে নো এন্ট্রি জোন। বড় পূজার ক্ষেত্রে ১০ মিটার ও ছোট পূজার ক্ষেত্রে ৫ মিটারে ব্যারিকেড থাকবে। সাধারণ দর্শনার্থীদের মন্ডপে প্রবেশ নিষিদ্ধ। মন্ডপের ভিতরে সিঁদুর খেলা ও অঞ্জলি প্রদানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।