নবনীর বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান –
সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন হলো। বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের জেলা অন্যতম সাধারণ সম্পাদক তথা বর্ধমান পৌরসভার প্রাক্তন এমসিআই সি খোকন দাস এর উদ্যোগে 100 জন মানুষ বিনামূল্যে থাকতে পারবেন পঞ্চম তলা বিশিষ্ট নবনীরে।
সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন হলো। বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের জেলা অন্যতম সাধারণ সম্পাদক তথা বর্ধমান পৌরসভার প্রাক্তন এমসিআই সি খোকন দাস এর উদ্যোগে 100 জন মানুষ বিনামূল্যে থাকতে পারবেন পঞ্চম তলা বিশিষ্ট নবনীরে।
দুদিকে দুটি লিফ্ট রয়েছে আবাসিকদের জন্য।থাকছে নানা বিনোদন মূলক কর্মকাণ্ড।সুসজ্জিত বিভিন্ন মনীষীদের ছবিতে অলংকৃত করা হয়েছে বৃদ্ধাশ্রম। এই ভবনের নীচে রয়েছে একটি অনুষ্ঠান বাড়ি তার থেকে যে আয় হবে সেটা ব্যয় করা হবে বৃদ্ধাশ্রমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ,মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা , সহ-সভাপতি দেবু টুডু ,জেলা পরিষদের উজ্জল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন উদ্বোধক ফিরহাদ হাকিম। সভাপতি খোকন দাস কে বরণ করে নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।